
আমরা প্রতিনিয়ত অনেক নামিদামি কোম্পানির লোগো দেখছি । দেখে খুব সাধারণ মনে হলেও এইসব কোম্পানির লোগোতে অনেক রহস্য বা গোপন বার্তা থাকে যা আমরা সাধারণভাবে দেখে বুঝতে পারিনা ।
০১. Unilever:
Unilever সম্পর্কে আমাদের সবার ধারণা আছে। ইউনিলিভার ফুড, বেভারেজের মধ্যে প্রায় সবধরনের সেবা ও পণ্যই প্রস্তুত করে থাকে। আর এই সব পন্যই তাদের লোগোর মধ্যে ভিবিন্ন চিহ্ন দিয়ে ফুটিয়ে তুলেছে। যেমন- হার্ট দিয়ে love, care and health, পাখি দিয়ে ফ্রিড়ম ও শার্ট দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন কাপড় বোঝানো হয়েছে।
০২. IBM:
IBM এর লোগোতে দেখবেন আটটা লাইন সহজেই দেখা যায় যা দিয়ে গতি এবং ডায়নামিজম বোঝানো হয়েছে ।
০৩. Shark Energy Drink
Shark ওয়ার্ড দিয়ে একটি শার্কের ছবি ফুটিয়ে...