যা যা লাগবেঃ
১. কাগজ (রঙিন ও কমপক্ষে A4 সাইজের হলে ভাল হয়)
২. চাঁদা
৩. স্কেল
৪. পেন্সিল
৫. মার্কার
৬. কম্পাস
৭. আঠা
যেভাবে করতে হবেঃ
১. কাগজ কেটে একটি সমকোণী-ত্রিভুজ বানাতে হবে যার একপ্রান্ত হবে ৯০ ডিগ্রী এবং অপর একপ্রান্ত হবে স্থানীয় অক্ষাংশ (Latidude)এর সমান। এখানে ঢাকার স্থানীয় অক্ষাংশ 23°43′N ব্যবহার করা হয়েছে। অন্য শহরের অক্ষাংশ (Latidude) জানতে Google এ <name of city> latitude and longitude লিখে সার্চ করুন।
২. এবার বড় কাগজের উপরের প্রান্তে AB = DE দূরত্বে একটি সরল রেখা আঁকতে হবে। D বিন্দুতে চাঁদার সাহায্য ১৫ ডিগ্রী দূরত্বে সমান ১২টি অংশ (a,b.c.d.e.f.g.h.i.j.kl,m) ভাগ করতে হবে। (ছবির মত করে)
৩. D বিন্দুর নিচের অংশে আগে বানানো ত্রিভুজ আকৃতির কাগজের সমান E বিন্দু বের করতে হবে।
৪. a থেকে k সকল বিন্দুকে E বিন্দুর সাথে যুক্ত করতে হবে। রেখাগুলো পরস্পরকে ছেদ করার স্থানে টাইমলাইন চিহ্নিত করতে হবে।
৫. এরপর ত্রিভুজ আকৃতির কাগজটিকে অপর কাগজের উপর ছবির মত করে স্থাপন করতে হবে।
৬. এবার পুরো মডেলটিকে সমতল স্থানে কম্পাসের সাহায্যে এমনভাবে রাখতে হবে যেন ত্রিভুজ আকৃতির কাগজটি ঠিক উত্তর-দক্ষিণ দিক বরাবর থাকে। (ছবির মত করে)
৭. ত্রিভুজ আকৃতির কাগজটির ছায়ার শেষপ্রান্ত বর্তমান সময়কে নির্দেশ করে।
সূর্যঘড়ির মডেলটিকে নিচের ছবির মত করেও বানানো যায়।
=============================================================
ভারতের জয়পুরে ১৮শ শতকে মহারাজ জয় সিংহের নির্মিত পৃথিবীর সবচেয়ে বড় সূর্যঘড়ি
0 টি মন্তব্য:
Post a Comment