
টিভি দেখার ক্ষেত্রে মহিলাদের একনম্বর ফেভারিট হল হিন্দি সিরিয়াল। বর্তমানে ভারতীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত (পুরুষদের জন্য চরম বিরক্তিকর!) হিন্দি সিরিয়ালের সূচনা হয়েছিল হাম লোগ এর মাধ্যমে। ১৯৮৭ সালের ৭ই জুলাই এটি সর্বপ্রথম প্রচারিত হয় ভারতীয় রাষ্ট্রীয় টিভি চ্যানেল দূরদর্শনে। সেই সময় দূরদর্শনই ছিল ভারতের একমাত্র টেলিভিশন মাধ্যম।...