হাতে লেখা পাসপোর্ট-এর বদলে বাংলাদেশে সম্প্রতি চালু হয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)। দেশের বাইরে যেতে বা প্রবাসীদের দেশে ফেরার সময় এয়ারপোর্টের ভোগান্তি এড়াতেই চালু করা হয়েছে এই পাসপোর্ট। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নীতিমালা অনুযায়ী এবছরের এপ্রিল মাস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট- সংক্ষেপে (এমআরপি) ও ভিসা চালুর বাধ্যবাধকতা করা হয়েছে। প্রচলিত পাসপোর্টের মতোই দেখতে নতুন এই এমআরপি। কেবল পার্থক্য হলো এই পাসপোর্টে থাকা তথ্য এয়ারপোর্টে থাকা কম্পিউটার পড়তে পারে । তবে, এপ্রিলে চালু করার বাধ্যবাধকতা থাকলেও যারা আগের পাসপোর্ট ব্যবহার করছেন, তাঁদের পুরোনো পাসপোর্টেই চলবে ২০১৫ সাল পর্যন্ত।
Thursday, August 26, 2010
বিভিন্ন সামাজিক / ধর্মীয় অনুষ্ঠানে মেয়েদের ফেইসবুক স্ট্যাটাস
8:40 AM
তানভীর
2 comments
• ধুর কি জামা কিনলাম ??? পছন্দ হচ্ছে না বাসায় আসার পর । • উফফফফফফফ আর পারি না !!!!
• কেন যে ঈদ বার বার আসে ??!!!
• মেহেন্দি দিচ্ছি । কি মজা!!!!
কম্পিউটার শাট ডাউন করুন চার সেকেন্ডেরও কম সময়ে !!!
8:33 AM
তানভীর
No comments
ভুল শুনেন নাই ।
চার সেকেন্ডেরও কম সময়ে কম্পিউটার শাট ডাউন করা যায় (পাওয়ার সাপ্লাইয়ের বোতাম না টিপেও) !!!
আর এ জন্য কোনো সফটওয়ারেরও প্রয়োজন হবে না ।
আপনি শুধু নিচের পদ্ধতিটা অনুসরন করুন :
চার সেকেন্ডেরও কম সময়ে কম্পিউটার শাট ডাউন করা যায় (পাওয়ার সাপ্লাইয়ের বোতাম না টিপেও) !!!
আর এ জন্য কোনো সফটওয়ারেরও প্রয়োজন হবে না ।
আপনি শুধু নিচের পদ্ধতিটা অনুসরন করুন :
Friday, August 20, 2010
খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস
6:23 PM
তানভীর
3 comments
এখন আমাদের প্রায় সবারই জানা যে খালেদা জিয়া'র কয়েকটি জন্মদিন রয়েছে - বিভিন্ন সময়ের বিভিন্ন ডকুমেন্টস অনুসারে.... আসুন সেই ডকুমেন্টস গুলো একটু দেখি.....।
Wednesday, August 18, 2010
ঢাকা শহরে সিএনজিতে সুলভে চলাচলের কিছু পদ্ধতি
12:34 PM
তানভীর
1 comment
১. ইমোশনাল পদ্ধতি :
এই পদ্ধতি বেশ পুরাতন হলেও এই পদ্ধতির সফল প্রয়োগের জন্য দরকার বিশেষ কিছু গুণ।সেই গুণটি হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইলিং কে শিল্পের পর্যায়ে উন্নীত করার গউণ। চেহারার মাঝে কাচু মাচু ভাব এনে নিজের বিপদ গ্রস্ততা ফুটিয়ে তুলে সিএনজি ওয়ালাদের কনভিন্স করার চেষ্টা করতে হবে। এতে কাজ না হতে থাকলে শেষ সময়ে ছেড়ে হবে মোক্ষম অস্ত্র " মামা আমাকে তো নিবেন না, সুন্দরী মামীরা এলে তো ঠিকই নিয়ে নিতেন।" উল্লেখ্য এ পদ্ধতিতে মুখায়বের পূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ। সঠিক প্রয়োগে সাফল্যের তীব্র সম্ভাবনা থাকলেও প্রয়োগ ভুলে যদি ব্যর্থ হন কেউ থেমে যাবেন না। কারণ গুণীজনরা বলে , "গাইতে গাইতে গায়েন"।
এই পদ্ধতি বেশ পুরাতন হলেও এই পদ্ধতির সফল প্রয়োগের জন্য দরকার বিশেষ কিছু গুণ।সেই গুণটি হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইলিং কে শিল্পের পর্যায়ে উন্নীত করার গউণ। চেহারার মাঝে কাচু মাচু ভাব এনে নিজের বিপদ গ্রস্ততা ফুটিয়ে তুলে সিএনজি ওয়ালাদের কনভিন্স করার চেষ্টা করতে হবে। এতে কাজ না হতে থাকলে শেষ সময়ে ছেড়ে হবে মোক্ষম অস্ত্র " মামা আমাকে তো নিবেন না, সুন্দরী মামীরা এলে তো ঠিকই নিয়ে নিতেন।" উল্লেখ্য এ পদ্ধতিতে মুখায়বের পূর্ণ ব্যবহার গুরুত্বপূর্ণ। সঠিক প্রয়োগে সাফল্যের তীব্র সম্ভাবনা থাকলেও প্রয়োগ ভুলে যদি ব্যর্থ হন কেউ থেমে যাবেন না। কারণ গুণীজনরা বলে , "গাইতে গাইতে গায়েন"।
স্মৃতির পাতা জুড়ে চৌধুরী জাফরুল্লাহ শরাফত
12:29 PM
তানভীর
No comments
[বাংলাদেশের ক্রীড়া জগতে না হোক ক্রীড়প্রেমীদের মনে যার নাম গেঁথে থাকবে তার নাম চৌধুরী জাফরুল্লাহ শরাফত। তার সুনিপুণ ভাঁড়ামোতে আমাদের মাতিয়ে রেখেছেন এক যুগেরও বেশি সময় ধরে। কী ফুটবল কী ক্রিকেট সবখানেই তার অবাধ বিচরণ ।সেই শরাফত ভাইয়ের বিভিন্ন কমেন্ট্রি থেকে তার চরিত্রের কিছু বিশেষ দিকগুলোকে পাঠকের কাছে পৌঁছাতেই আমার এই প্রয়াস ]
কাগজ কেটে মজার শিল্পকর্ম!
11:15 AM
তানভীর
2 comments
সিম্পল সাদা আর্ট পেপার কেটে.... দেখুন কি চমৎকার শিল্পে রূপান্তর!
আপনি নিজেও একটু চেষ্টা করলেই বানিয়ে ফেলতে পারবেন এমন মজার আর্টওয়ার্ক......
আপনি নিজেও একটু চেষ্টা করলেই বানিয়ে ফেলতে পারবেন এমন মজার আর্টওয়ার্ক......