চার সেকেন্ডেরও কম সময়ে কম্পিউটার শাট ডাউন করা যায় (পাওয়ার সাপ্লাইয়ের বোতাম না টিপেও) !!!



আর এ জন্য কোনো সফটওয়ারেরও প্রয়োজন হবে না ।



আপনি শুধু নিচের পদ্ধতিটা অনুসরন করুন :
(১) Ctrl+Alt+Delete বোতাম চেপে Task Manager এ যান
(২)ওপরে শাট ডাউন এর অপসন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন
(৩)এবার ctrl বোতাম চেপে রেখে turn off এ ক্লিক করুন
এবার ১ থেকে ৪ পর্যন্ত গুণুন আর জাদু দেখুন




0 টি মন্তব্য:
Post a Comment