« »

Thursday, September 9, 2010

শুধুমাত্র একটি সিরিয়াল দিয়েই আপনার উইন্ডোজ সেভেন কে জেনুইন করুন

আপনি শুধুমাত্র একটি সিরিয়াল কি দিয়েই উইন্ডোজ সেভেন কে জেনুইন করতে পারেন। উইন্ডোজ সেভেন ইনস্টলেশন এর সময় যখন সিরিয়াল কি চাইবে তখন আপনি নিম্নোক্ত সিরিয়াল কি দিবেনঃ

MM7DF-G8XWM-J2VRG-4M3C4-GR27X
সিরিয়াল কি দেওয়ার পরে Next করবেন,তখন দেখাবে “This Serial Key Is Not Valid”.
লেখাটি দেখানোর পরপরই BackSpace Key চেপে সিরিয়াল কি এর ঘরটি ফাঁকা রেখে Next করুন (এর একটু পরে আপনাকে কিছুক্ষন অপেক্ষা করতে হতে পারে,cmd উইন্ডো খুললে অপেক্ষা করুন) এবং উইন্ডোজ ইনস্টলেশন এর অন্যান্য ধাপগুলো নিয়ম মাফিক সম্পন্ন করুন।
উইন্ডোজ পুরোপুরি ইনস্টলেশন হয়ে গেলে,Computer এর Properties অপশানে গিয়ে দেখুন আপনার উইন্ডোজ সেভেন টি পুরোপুরি জেনুইন হয়ে গিয়েছে।যদি সম্ভব হয় তবে Windows Update টা ও সম্পন্ন করে ফেলবেন।কোনও সমস্যা হবে না।

0 টি মন্তব্য:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best WordPress Themes