« »

Thursday, September 9, 2010

ঈদ স্পেশাল রেসিপি - ভাত Remixed ft. বালাম, আতপ, নাজিরশাইল প্রভৃতি




উপকরণ :

১. পুরনো, ছেঁড়া, ময়লা লুঙ্গি ও পাঞ্জাবী (মেয়েদের ক্ষেত্রে পুরনো, ছেঁড়া, ময়লা শাড়ি)
২. ট্যাপ খাওয়া অ্যালুমিনিয়ামের বাটি
৩. একটি ময়লা থলে


প্রণালী:

১. লুঙ্গি ও পাঞ্জাবী পরে নিন (মেয়েরা শাড়িটি পরুন)।

২. থলেটি কাঁধে জড়িয়ে ও হাতে বাটি নিয়ে বাইরে বেড়িয়ে পরুন।

৩. ঢাকার জনপ্রিয় আবাসিক এলাকাগুলোতে যান। যেমন: ধানমন্ডি, মোহাম্মদপুর প্রভৃতি।

৪. প্রত্যেক বাড়ির দ্বারে দ্বারে গিয়ে "আম্মাগো! খালাম্মাগো! দুগ্যা ভাত দেন" বলে ভিক্ষা চান।
৫. পুরো দিন এ ধারা অব্যাহত রাখুন।

৬. দিনশেষে বাড়ি ফিরে যান। যদি ভাগ্য ভলো হয় এতক্ষণে আর না হোক কম করে হলেও ২০ প্রকার চাল আপনার থলেতে জমা হওয়ার কথা।

৭. সাধারণত যেভাবে ভাত রান্না করা হয় সেভাবে রান্না করুন।


ব্যস! তৈরি হয়ে গেলো ‍‍‍‌"ভাত Remixed ft. বালাম, আতপ, নাজিরশাইল"।


পরিবেশন:

কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে খেতে পারেন। চাইলে পানি যোগ করে পান্তা বানিয়েও খেতে পারেন।



* যদিও বিদ্রুপাত্মক রূপে উপস্থাপন করা হয়েছে, কিন্তু এটিই অনেকের জীবনের নির্মম বাস্তবতা।

0 টি মন্তব্য:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best WordPress Themes